মিরপুর-১০: গোল চত্বরে পুলিশ বক্সে আগুন

মিরপুর-১০ পুলিশ বক্সে আগুন
মিরপুর-১০ নম্বরের গোল চত্বরে পুলিশ বক্সে আগুন। ছবি: মামুনুর রশীদ/স্টার

রাজধানীর মিরপুর-১০ নম্বরের গোল চত্বরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, রাজধানীর মিরপুর-১০ নম্বরের গোল চত্বর এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। এসময় একটি পুলিশ বক্সে আগুন লাগানো হয়।

মিরপুর-১০ নম্বরের গোল চত্বর আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে আছে। সকাল থেকে সেখানে শিক্ষার্থী ও পুলিশ মুখোমুখি অবস্থানে ছিল।

এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের দিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। তখন শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। পরে পুলিশের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা যোগ দেন।

এরপর শিক্ষার্থীরা আবার সংগঠিত হয়ে ফায়ার সার্ভিসের দিক থেকে মিছিলে নিয়ে এলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ায়শেল নিক্ষেপ করে।
 

Comments

The Daily Star  | English
The Indian media and Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

10h ago