নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও শামিকে পাচ্ছে না ভারত

চোটের কারণে প্রায় এক বছর ধরে মাঠের বাইরে অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি। সেরে উঠতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগছে তার। ফলে তাকে ছাড়াই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে হবে ভারতকে।

তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য শুক্রবার রাতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। সেখানে নেই গোড়ালির চোটে কাবু ৩৪ বছর বয়সী শামির নাম। তিনি শেষবার খেলেন গত বছরের নভেম্বরে, দেশের মাঠে হওয়া ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওই আসরে স্রেফ ৭ ম্যাচে ২৪ উইকেট নেন তিনি।

গত মাসে নিজেদের মাটিতে অনুষ্ঠিত সবশেষ টেস্ট সিরিজে বাংলাদেশকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করা স্কোয়াডের প্রায় পুরোটা ধরে রেখেছে ভারতীয়রা। বাদ গেছেন কেবল পেসার যশ দয়াল।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে কোনো সহ-অধিনায়ক ছিল না ভারত দলে। এবার সেই শূন্যস্থান পূরণের দায়িত্ব দেওয়া হয়েছে তারকা পেসার জাসপ্রিত বুমরাহকে। আগেও কয়েক দফা সহ-অধিনায়কের ভূমিকায় দেখা গেছে তাকে। রোহিত শর্মা অসুস্থ থাকায় ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে বার্মিংহাম টেস্টে নেতৃত্বও দেন বুমরাহ।

আসন্ন সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আগামী ১৬ অক্টোবর বেঙ্গালুরুতে প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। পরের দুটি ম্যাচের ভেন্যু যথাক্রমে পুনে ও মুম্বাই।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রের পয়েন্ট তালিকার শীর্ষে আছে ভারত। ১১ ম্যাচ খেলে তারা সম্ভাব্য মোট পয়েন্টের ৭৪.২৪ শতাংশ  অর্জন করেছে। নিউজিল্যান্ডের অবস্থান ছয়ে। তারা পেয়েছে সম্ভাব্য মোট পয়েন্টের শতকরা ৩৭.৫০ ভাগ।

ভারত টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জসওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, রিশব পান্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক)।

রিজার্ভ: মায়াঙ্ক যাদব, হার্শিত রানা, প্রসিধ কৃষ্ণা, নিতিশ কুমার রেড্ডি।

Comments

The Daily Star  | English

Torch procession at DU demanding justice for JCD leader Shammo

The procession, under the banner of "Students Against Terrorism", began around 8:20pm

44m ago