নেত্রকোণায় বন্যার পানিতে ডুবে ২ জনের মৃত্যু

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বন্যার পানিতে ডুবে ২ জনের মৃত্যু হয়েছে। 
পাহাড়ি ঢলের কারণে নেত্রকোণার প্রায় ৫০ গ্রাম প্লাবিত হয়েছে। ছবি: সংগৃহীত

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বন্যার পানিতে ডুবে ২ জনের মৃত্যু হয়েছে। 

তারা হলেন—রুয়েল রিছিল (২৮) ও রুসমত খান (৬২)।

রুয়েল দুর্গাপুর সদর ইউনিয়নের দাহাপাড়া গ্রামের ও রুসমত গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

আজ বৃহস্পতিবার সকালে সদর ইউনিয়নের ফারাংপাড়া এলাকায় নদীতে ভাসমান অবস্থায় রুয়েলের মরদেহ পাওয়া যায়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো মাহফুজ আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমেশ্বরী নদীতে ডুবে দুইদিন নিখোঁজ ছিলেন রুয়েল রিছিল (২৮)। গত মঙ্গলবার দুপুরে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি।

ময়মনসিংহের ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলের অভিযানে আজ সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

অপরদিকে গত সোমবার সোমেশ্বরী নদীতে ডুবে মারা যান রুসমত খান।

 

Comments

The Daily Star  | English

Matia Chowdhury no more

Awami League presidium member and former minister Matia Chowdhury breathed her last around 12:30pm

26m ago