যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হারিকেন মিলটনের তাণ্ডব

এই হারিকেন আছড়ে পড়ার সময় সমুদ্রে ১৩ ফুট উচ্চতার ঢেউ ওঠে। কিছুক্ষণের মধ্যেই ১২ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হয়। আরও বৃষ্টি হতে পারে এবং সর্বোচ্চ ১৮ ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে।
ঘুর্ণিঝড় মিলটনের প্রভাবে ফ্লোরিডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ছবি: রয়টার্স
ঘুর্ণিঝড় মিলটনের প্রভাবে ফ্লোরিডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ঘণ্টায় ১২০ মাইল গতিবেগে আছড়ে পড়েছে হারিকেন মিলটন।

মার্কিন জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে, ফ্লোরিডার পশ্চিম তিরে সারাসোটা কাউন্টির সিয়েস্টা কি এলাকায় আছড়ে পড়ে মিলটন। 

হারিকেন সেন্টার আরও জানিয়েছে, আপাতত পুরো শক্তি নিয়ে স্থলভাগে এগিয়ে যাবে মিলটন। পরে তার শক্তি কমতে শুরু করবে।

এই হারিকেন আছড়ে পড়ার সময় সমুদ্রে ১৩ ফুট উচ্চতার ঢেউ ওঠে। কিছুক্ষণের মধ্যেই ১২ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হয়। আরও বৃষ্টি হতে পারে এবং সর্বোচ্চ ১৮ ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

হারিকেন আছড়ে পড়ার তিন ঘণ্টা পরও ভয়ংকর ঝড় হচ্ছে এবং প্রবল বেগে বৃষ্টি অব্যাহত রয়েছে।

ফ্লোরিডার পরিস্থিতি

হারিকেন মিলটনের ফলে ফ্লোরিডার পূর্ব উপকূল থেকে হতাহতের খবর এসেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

স্থানীয় শেরিফ কিথ পিটারসন জানিয়েছেন, প্রবীণদের কাউন্টি ক্লাব ভেঙে পড়ায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে। পুলিশ ও উদ্ধারকারী দল বুলডোজার নিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে। তিনি বলেছেন, ভয়ংকর ঘটনা ঘটেছে।

শেরিফের অফিসও ক্ষতিগ্রস্ত হয়েছে। শেরিফ বলেন, 'যখন এ ধরনের তাণ্ডব হয়, তখন মনে হয় যে কোনো জায়গায় যে কোনো সময় বোমা পড়ছে।'

ঘুর্ণিঝড় মিলটনের প্রভাবে ফ্লোরিডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ছবি: রয়টার্স
ঘুর্ণিঝড় মিলটনের প্রভাবে ফ্লোরিডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ছবি: রয়টার্স

তিনি আরও জানান, এখন কেউ যেন ঘর ছেড়ে অন্যত্র যাওয়ার চেষ্টা না করেন।

'বাড়িতে থাকুন। দরকার হলেই প্রশাসন সেখানে যাবে', যোগ করেন পিটারসন।

সেন্ট পিটার্সবার্গে প্রায় ১৬ ইঞ্চি বৃষ্টি হয়েছে। সেখানেও বেশ কিছু মানুষ মারা গেছেন। তবে তার সংখ্যা কত তা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি।

বলা হয়েছে, এরকম বৃষ্টি হাজার বছরের মধ্যে একবার হয়। এর ফলে বিপুল এলাকা প্লাবিত হয়েছে।

এতটাই জোরে ঝড় হচ্ছে যে, উদ্ধারকারী দলকেও আপাতত পথে নামতে মানা করে দেয়া হয়েছে। এক কর্মকর্তা জানিয়েছেন, এই ঝড়ে বাইরে বেরোলে তারাও বিপদের মুখে পড়বেন তারা।

২০ লাখ মানুষ বিদ্যুৎহীন

হারিকেন মিলটনের তাণ্ডবে ২০ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় আছেন। স্থানীয় সময় রাত সাড়ে নয়টা নাগাদ ১১ লাখ মানুষের বাড়িতে বিদ্যুৎ ছিল না। কিছুক্ষণ পরেই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ২০ লাখ দুই হাজার।

যেখানে মিলটন আছড়ে পড়েছে সেখানে ৭০ শতাংশ মানুষের বাড়িতেই বিদ্যুৎ নেই।

উড়ে গেছে স্টেডিয়ামের ছাদ

সেন্ট পিটার্সবার্গের ট্রপিকানা ফিল্ড স্টেডিয়ামের ছাদের একাংশ উড়ে গেছে।

ঘুর্ণিঝড় মিলটনের প্রভাবে ফ্লোরিডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ছবি: রয়টার্স
ঘুর্ণিঝড় মিলটনের প্রভাবে ফ্লোরিডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ছবি: রয়টার্স

সিএনএনের ভিডিওতে দেখা গেছে, ছাদের অংশবিশেষ প্রবল ঝড়ে টুকরো টুকরো হয়ে উড়ে যাচ্ছে।

তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। এলাকার বাসিন্দাদের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।

এপি, এএফপি, রয়টার্স, সিএনএন

 

Comments

The Daily Star  | English

Govt takes first step to join China-led trade bloc

The commerce ministry on Monday sent a letter of consent to the foreign ministry, requesting Bangladesh’s entry into the China-led Regional Comprehensive Economic Partnership (RCEP), the world’s largest trade pact.

7h ago