সীমান্তে হত্যার প্রতিবাদ, দায়ীদের শাস্তির আওতায় আনতে বললো বাংলাদেশ

border killing logo
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

সীমান্ত হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে ভারত সরকারকে এই ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি বন্ধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

আজ বুধবার ঢাকায় ভারতীয় হাইকমিশনে পাঠানো প্রতিবাদলিপিতে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে বলা হয়েছে।

গত সোমবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বাসিন্দা কামাল হোসেন। এ ঘটনার পর আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রতিবাদলিপিতে বলা হয়েছে, ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সীমান্ত হত্যা 'শূন্যের কোঠায়' নামিয়ে আনতে বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা অব্যাহত রয়েছে। বাংলাদেশ সরকার জোর দিয়ে বলেছে, সীমান্ত হত্যার এই ধরনের ঘটনা অনভিপ্রেত ও অযৌক্তিক। এ ধরনের কর্মকাণ্ড ১৯৭৫ সালের যৌথ ভারত-বাংলাদেশ সীমান্ত কর্তৃপক্ষের নির্দেশিকার শর্তাবলীর লঙ্ঘন।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ৩১ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। এর মধ্যে ২৮ জনই গুলিতে নিহত হয়েছেন। ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বিএসএফের হাতে ৫৬৩ জন  বাংলাদেশি নিহত হয়েছেন।

Comments

The Daily Star  | English

IMF slashes global growth outlook on impact of Trump tariffs

Worldwide economic output will slow in the months ahead as US President Donald Trump's steep tariffs on virtually all trading partners begin to bite

11m ago