শিগগির দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে: প্রধান উপদেষ্টার প্রেস উপসচিব
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে এবং ভোক্তাদের ভোগান্তি দূর করতে সরকার বাজার তদারকি জোরদার করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উপসচিব অপূর্ব জাহাঙ্গীর।
তিনি বলেন, 'এ বিষয়ে সরকারের বিশেষ নজর রয়েছে।'
আজ মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও প্রেস উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
অপূর্ব বলেন, 'জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাস্কফোর্সের মাধ্যমে সার্বক্ষণিক বাজার পর্যবেক্ষণ করছে। কোনো অনিয়ম পাওয়া গেলে জরিমানা করা হচ্ছে। আমরা আশা করছি, শিগগিরই এটি (দাম) নিয়ন্ত্রণে আসবে।'
তিনি বলেন, 'প্রতিটি জেলায় দুজন করে ছাত্র প্রতিনিধি নিয়ে ১০ সদস্যের টাস্কফোর্স গঠন করা হবে। বাণিজ্য মন্ত্রণালয় সাতটি প্রতিষ্ঠানকে চার কোটি পাঁচ লাখ পিস ডিম আমদানির অনুমোদন দিয়েছে।'
দুর্গা পূজার নিরাপত্তা প্রসঙ্গে উপপ্রেস সচিব বলেন, দেশের সব পূজা মণ্ডপে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে পর্যাপ্ত টহলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আইপি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে।
দুর্গা পূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবার অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। ওই দিন থেকে শুরু হওয়া ছুটি চলবে টানা চার দিন।
Comments