ইংল্যান্ডের বিপক্ষে ৫৫৬ রান তুলেও ‘স্বস্তি নেই’ পাকিস্তানের

আগা সালমান। ছবি: এএফপি

ইংল্যান্ডের বিপক্ষে মুলতান টেস্টের প্রথম ইনিংসে তিন ব্যাটারের সেঞ্চুরিতে পাকিস্তান তুলেছে ৫৫৬ রান। কিন্তু বিশাল পুঁজি নিয়েও কি স্বস্তিতে থাকতে পারছে শান মাসুদের দল? সাম্প্রতিক পরিসংখ্যান ঘাঁটলে তাদের মাথাব্যথা হওয়ার কারণ আছে যথেষ্টই।

বাজবল যুগে ইংলিশদের বিপরীতে টেস্টে এর আগে যে দুবার প্রথম ইনিংসে পাঁচশর বেশি রান হয়েছিল, সেই দুই ম্যাচেই হেরেছিল প্রতিপক্ষ। একটিতে নিউজিল্যান্ড, আরেকটিতে পরাস্ত হয়েছিল পাকিস্তানই।

২০২২ সালের মে মাসে ইংল্যান্ড টেস্ট দলের প্রধান কোচ হন ব্রেন্ডন ম্যাককালাম। দায়িত্ব নিয়েই দলটির টেস্ট খেলার দৃষ্টিভঙ্গি পাল্টে দেন নিউজিল্যান্ডের সাবেক তারকা। জয় ছিনিয়ে আনার জন্য তার অধীনে ও বেন স্টোকসের নেতৃত্বে আক্রমণাত্মক ও উপভোগ্য কৌশল বেছে নিয়েছে ইংলিশরা, যা খ্যাতি পেয়েছে বাজবল নামে।

ম্যাককালামের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে। নটিংহ্যামে ওই সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫৫৩ রান তুলেছিল কিউইরা। পরে ইংল্যান্ড জিতেছিল ৫ উইকেটের ব্যবধানে।

জ্যাক লিচ। ছবি: এএফপি

পরের ঘটনাটি ছিল একই বছরের ডিসেম্বরে পাকিস্তান সফরে। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত প্রথম টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৬৫৭ রানের জবাবে স্বাগতিকরা করেছিল ৫৭৯ রান। শেষ হাসি হয়েছিল ম্যাককালাম-স্টোকসদেরই। ৭৪ রানে জিতেছিল সফরকারীরা।

চলমান টেস্টের দ্বিতীয় দিনে মঙ্গলবার চা বিরতির পর পাকিস্তান অলআউট হয় ৫৫৬ রানে। আগের দিন সেঞ্চুরি করেছিলেন অধিনায়ক মাসুদ ও ওপেনার আবদুল্লাহ শফিক। এদিন আগা সালমান আট নম্বরে নেমে ১০৪ রানে অপরাজিত থাকেন। এই সংস্করণে এটি তার তৃতীয় শতক। ১১৯ বলের ইনিংসে তিনি মারেন ১০ চার ও ৩ ছক্কা।

টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে এই নিয়ে চতুর্থবার পাকিস্তানের তিন ব্যাটার একই ইনিংসে সেঞ্চুরি করলেন। এছাড়া, প্রথম দিনশেষে অপরাজিত থাকা সৌদ শাকিল আউট হন তিন অঙ্কের বেশ কাছে গিয়ে। তিনি ১৭৭ বলে ৮২ রান করেন ৮ চারে। ইংল্যান্ডের পক্ষে বাঁহাতি স্পিনার জ্যাক লিচ সর্বোচ্চ ৩ উইকেট নেন ১৬০ রানে।

ব্যাটিংয়ে জ্যাক ক্রলি। ছবি: এএফপি

জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারেই বিদায় নেন অলি পোপ। ফিল্ডিংয়ের সময় বেন ডাকেট আঙুলে চোট পাওয়ায় টেস্টে প্রথমবার ওপেনিংয়ে নেমেছিলেন তিনি। কিন্তু নাসিম শাহের শিকার হয়ে রানের খাতা খুলতে পারেননি স্টোকসের চোটের কারণে ইংলিশদের নেতৃত্ব দেওয়া পোপ।

ওই ধাক্কা সামলে দারুণ জুটি গড়েছেন আরেক ওপেনার জ্যাক ক্রলি ও অভিজ্ঞ জো রুট। ফলে ভালো শুরু পেয়ে গেছে ইংল্যান্ড। তারা দ্বিতীয় দিন শেষ করেছে ১ উইকেটে ৯৬ রানে। ক্রলি ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে ৬৪ বলে ৬৪ রানে খেলছেন। রুট ক্রিজে আছেন ৫৪ বলে ৩২ রানে।

Comments

The Daily Star  | English

Dhaka sends diplomatic note to Delhi to send back Hasina: foreign adviser

The Ministry of Foreign Affairs has sent a diplomatic note to the Indian government to send back ousted former prime minister Sheikh Hasina to Dhaka.

5h ago