শাকিবের ‘দরদ’ আসছে ১৫ নভেম্বর

সিনেমার দৃশ্যে শাকিব খান ও সোনাল চৌহান। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান অভিনীত অনন্য মামুন পরিচালিত 'দরদ'। সিনেমাটি প্রদর্শনের জন্য অনুমতি পেয়েছে। আগামী ১৫ নভেম্বর সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন পরিচালক অনন্য মামুন।

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'সেন্সর বোর্ডের সদস্যদের কয়েকজন সিনেমাটি দেখে প্রশংসা করেছেন। শাকিব খানের অভিনয় তাদের ভালো লেগেছে, সেটাও জানিয়েছেন। সার্টিফিকেশন বোর্ড থেকে অনেকের প্রশংসা পেয়েছি, যা আমার জন্য আনন্দের। "দরদ" সিনেমার কিছু বিষয় সারাবিশ্বে রেকর্ড করবে এটা আগেই বলে রাখছি। যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি আগামী ১৫ নভেম্বর মুক্তি পাচ্ছে। একমাস প্রচারণার সুযোগ পাচ্ছি, আশা করছি দারুণ কিছু হবে।'

ছবি: সংগৃহীত

গেল ঈদুল আজহার দিন 'দরদ' সিনেমার টিজার প্রকাশ হয়েছিল। সাইকো-থ্রিলার ধাঁচের গল্প এই সিনেমার টিজার নজর কাড়ে। দেড় মিনিটের টিজারে শাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের ভরপুর রোমান্স ও সাসপেন্স চোখে পড়ে।

শাকিব খান, সোনাল চৌহান ছাড়া 'দরদ' সিনেমাটিতে আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেবসহ অনেকেই।

Comments