বরখাস্ত হলেন লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী

তাপসী তাবাসসুম উর্মি। ছবি: সংগৃহীত

ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সমালোচনায় করায় লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে তাপসীকে ওএসডি করে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলি করা হয়।

রোববার রাতেই তাপসীকে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় থেকে রিলিজ দেওয়া হয়।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, 'ওই কর্মকর্তার ফেসবুক পোস্টগুলো সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে।'

শনিবার ফেসবুকে তিনি লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নেই। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, 'কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়।'

এ বিষয়ে জানতে চাইলে তাপসী বলেন, 'আমি পোস্টটি ডিলিট করে দিয়েছি। ফেসবুক পোস্টটি নিয়ে আমার ওপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের চাপ ছিল না।'

লালমনিরহাট জেলা প্রশাসক রকিব হায়দার বলেন, একজন সরকারি কর্মকর্তার এ ধরনের বক্তব্য আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

২০২২ সালের ৮ ডিসেম্বর সহকারী কমিশনার হিসেবে লালমনিরহাট জেলা প্রশাসনে যোগদান করেন তাপসী।

Comments

The Daily Star  | English

Budget support from WB, ADB: $1.1b loan likely by December

The World Bank and the Asian Development Bank are preparing to submit proposals to their boards for $1.1 billion in budget support for Bangladesh, finance ministry officials have said.

9h ago