আইনজীবীকে মারধরের অভিযোগ, অতিরিক্ত ডিআইজি এনামুল কবীর সাময়িক বরখাস্ত

পুলিশের ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) এনামুল কবীরকে সামিয়িক বরখাস্ত করা হয়েছে। নিজের কার্যালয়ে এক আইনজীবীকে মারধর করার অভিযোগ ওঠার পর তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো।
এনামুল কবীর

পুলিশের ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) এনামুল কবীরকে সামিয়িক বরখাস্ত করা হয়েছে। নিজের কার্যালয়ে এক আইনজীবীকে মারধর করার অভিযোগ ওঠার পর তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো।

রোববার জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, 'তার বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড, শিষ্টাচার বহির্ভূত কার্যকলাপ-এর অভিযোগে বিভাগীয় মামলা রুজু করার প্রস্তাব পাওয়া গেছে। তাই জনস্বার্থে তাকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা আবশ্যক ও সমীচীন বিবেচিত হয়েছে।'

সাময়িক বরখাস্ত থাকা অবস্থায় এনামুল কবীর সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত থাকবেন।

রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য দ্য ডেইলি স্টারকে বলেন, আইনজীবীকে মারধরসহ সামগ্রিক বিষয় বিবেচনায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আইনজীবীকে মারধরের অভিযোগে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি।

সংবাদ সম্মেলনের বলা হয়, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সদস্য আশিকুর রহমান বুধবার দুপুরে একটি পারিবারিক অভিযোগের শুনানির জন্য অতিরিক্ত ডিআইজি এনামুল কবীরের কক্ষে যান। শুনানির একপর্যায়ে অতিরিক্ত ডিআইজি এনামুল কবীর আশিকুর রহমানকে থাপ্পড় মারেন এবং পরে রড দিয়ে বেধড়ক পেটান।

এই ঘটনার নিন্দা জানিয়ে অতিরিক্ত ডিআইজিকে বরখাস্তের দাবি জানান আইনজীবী নেতারা।

Comments

The Daily Star  | English

March 7 belongs to people, not just AL: Anu Muhammad

Says any attempt to erase history won't be tolerated

34m ago