দুর্গাপূজায় বেনাপোল বন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল বন্দর
বেনাপোল বন্দর। ছবি: স্টার ফাইল ফটো

আসন্ন শারদীয় দুর্গাপূজায় বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই প্রতিবেশী দেশের আমদানি-রপ্তানি টানা পাঁচ দিন বন্ধ থাকবে। তবে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আজ সোমবার সকালে বেনাপোল বন্দরের উপপরিচালক সজীব নাজির দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে ভারত থেকে বেনাপোল স্থলবন্দরে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সজীব নাজির বলেন, শারদীয় দুর্গাপূজায় পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দর দিয়ে আগামী ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

আগামী ১৪ অক্টোবর থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য আবার শুরু হবে, যোগ করেন তিনি।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভূঁইয়া ডেইলি স্টারকে বলেন, 'বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।'

Comments

The Daily Star  | English

65% of suicide victims among students are teenagers: survey

At least 310 students from schools, colleges, universities and madrasas died by suicide last year

3h ago