লেবাননে স্থল অভিযানে ৪৪০ হিজবুল্লাহ সদস্য নিহত: ইসরায়েল

ইসরায়েলি বিমান হামলায় বৈরুতের দক্ষিণাঞ্চলে আগুনের বিশাল কুণ্ডলী দেখা যায়। ছবি: রয়টার্স

লেবাননে ইসরায়েলের চলমান স্থল অভিযানে হিজবুল্লাহর ৪৪০ জন সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল।

বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, 'গত সোমবার রাতে দক্ষিণ লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে ৪৪০ হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন।'

এদের মধ্যে ৩০ জন কমান্ডার রয়েছেন বলেও জানান তিনি।

তবে হিজবুল্লাহর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

লেবাননে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

হিজবুল্লাহর হামলায় ইসরায়েলিদের হতাহতের তেমন কোনো তথ্য না পাওয়া গেলেও ইসরায়েলি মিডিয়া ওয়ালা দেশটির সাফেদের জিভ হাসপাতালের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, গত কয়েকদিনে সেনাসহ ১১০ জন আহত ব্যক্তিকে ওই হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী হিজবুল্লাহর অস্ত্রাগারের একটি বড় অংশ ধ্বংস করতে এবং যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, 'ইসরায়েলি সেনারা ইসরায়েল ও লেবানন সীমান্তের কাছে হিজবুল্লাহর টানেলও ধ্বংস করেছে।'

'যদিও আমরা এখনো হুমকি অপসারণে পুরোপুরি সক্ষম হইনি, তবে আমরা স্পষ্টতই যুদ্ধের গতিপথ এবং ভারসাম্যে পরিবর্তন আনতে পেরেছি', যোগ করেন তিনি।

ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলাকে 'ইতিহাসের সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার একটি' আখ্যা দিয়ে নেতানিয়াহু বলেন, 'পৃথিবীর কোনো দেশ তার শহর ও নাগরিকদের ওপর এ ধরনের হামলা মেনে নেবে না এবং ইসরায়েলও তা মেনে নেবে না।'

'ইসরায়েলের দায়িত্ব ও অধিকার আছে আত্মরক্ষা করার, এই হামলার জবাব দেওয়ার এবং আমরা তা করব', বলেন তিনি।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

2h ago