'গণহত্যার বিচার ও পুনর্বাসন নামে মন্ত্রণালয় জরুরি'
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে, বাংলাদেশ স্টাডি ফোরাম (বিডিএসএফ) এর আয়োজনে 'গণহত্যার বিচার কোন পথে ' শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা রাখেন বীরপ্রতীক লে. কর্নেল (অব) হাসিনুর রহমান, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম তুলি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লয়ের চেয়ারম্যান, মো: মোস্তফা হোসাইন, অ্যাডভোকেট আলী নাছের খান ও ব্যারিস্টার সরোয়ার হোসেন।
লে. কর্ণেল হাসিনুর রহমান বলেন- জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে 'গণহত্যার বিচার ও পুনর্বাসন' নামে মন্ত্রণালয় জরুরি। এবং তিনি অন্তবর্তী সরকারের কাজের ধীরগতির সমালোচনা করেন।
সানজিদা ইসলাম তুলি বলেন-"গত ফ্যাসিবাদী সরকারের সময় গুম ও হত্যার মামলা বা জিডি নেওয়া হতো না। পুরো সরকারের মেকানিজম গুম-খুনকে ধামাচাপা দেওয়ার কাজ করতো। অনতিবিলম্বে গুমের বিচার শুরু করার দাবি জানান ও সিক্রেট ডিটেনশন সেল গুলোর এভিডেন্স প্রটেকশনের কথা বলেন।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন,"একটা গণ-তদন্ত কমিশন হতে হবে। বিটিভির পুরো আর্কাইভকে ধ্বংস করে দিয়েছে, হাসপাতালগুলোর ফরেনসিক রিপোর্ট গায়েব করেছে ফ্যাসিবাদীরা। ফলে একটা গণ-তদন্ত কমিশন হলে গণহত্যার বিচারের মিসিং লিংকগুলো উদ্ধার করা সম্ভব হবে। এবং সেভাবে কাজ এগিয়ে নিতে হবে।
মাহমুদুল হাসানের সঞ্চালনায় সমাপনী আলোচনা করেন স্টাডি ফোরামের সদস্য আলাউদ্দীন মোহাম্মদ।
Comments