ক্ষেপণাস্ত্র প্রতিরোধকারী দেশগুলোকে ইরানের হুমকি, ‘কারও যুদ্ধক্ষেত্র হবে না’ বলছে জর্ডান

ইসরায়েলে ১৮০টির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ছবি: রয়টার্স

যেসব দেশ ইসরায়েলে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সহায়তা করেছে তাদের সমুচিত জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

এ কাজে প্রতিবেশী জর্ডানের সহায়তার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজ বুধবার এ মন্তব্য করেন তিনি। 

সিএনএন বলছে, জর্ডান ছাড়াও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইসরায়েলকে রক্ষা করেছে।

গত সপ্তাহে বৈরুতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার প্রতিক্রিয়ায় ইসরায়েলে ১৮০টির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

ইরানের এই হামলার পর জর্ডানের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে যে, সশস্ত্র বাহিনীর জেনারেল কমান্ডের সব ইউনিটকে 'দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে এমন যেকোনো প্রচেষ্টা মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে।'

জর্ডানের যোগাযোগমন্ত্রী মোহাম্মদ আল-মোমানি রাষ্ট্রীয় আল-মামলাকা টিভিকে বলেছেন, 'জর্ডান কারও যুদ্ধক্ষেত্র হবে না। দেশ এবং জনগণকে রক্ষা করাই আমাদের প্রথম দায়িত্ব।'

গত এপ্রিলেও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। সেসময়ও এসব ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সহায়তা করেছিল মার্কিন মিত্র জর্ডান। এ ঘটনায় তখন কড়া ভাষায় সতর্ক করেছিল ইরান।

 

Comments

The Daily Star  | English

Work begins to restore Dhaka’s waterways

Criticism on social media as advisers inaugurate work by walking down a red-carpeted pathway

12m ago