তথ্য অধিকার আইন ও তথ্য কমিশন সংস্কারের আহ্বান টিআইবি প্রধানের

iftekharuzzaman
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। ছবি: ফাইল ফটো

জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে তথ্য অধিকার আইন ও তথ্য কমিশনের সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৪ উপলক্ষে আজ শনিবার তথ্য কমিশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এই দুটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, 'তথ্য অধিকার আইন যখন প্রথম প্রবর্তন করা হয়, তখন একে নাগরিকদের বিজয় হিসেবে দেখা হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠেছে যে, আইনটি মূলত কাগুজে হিসেবেই রয়ে গেছে।'

তিনি তথ্য কমিশনের মধ্যে সরাসরি নিয়োগের গুরুত্বের ওপর জোর দেন। একইসঙ্গে তিনি মনে করেন, তথ্য কমিশন কেবল কমিশনারদের মাধ্যমে পরিচালিত হওয়া উচিত নয় এবং ওই কমিশনারদের নিয়োগও নিরপেক্ষভাবে করা উচিত।

'কমিশনারদের নিরপেক্ষ হতে হবে, কমিশনের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে হবে', যোগ করেন তিনি।

টিআইবি প্রধান বলেন, 'অনেক কর্মকর্তা তথ্যকে ব্যক্তিগত সম্পদ মনে করলেও বাস্তবে তা জনগণের। সরকারি কর্মকর্তাদের উচিত তথ্যের রক্ষক হিসেবে তাদের ভূমিকা বোঝা, দ্বাররক্ষী হিসেবে নয়।'

তথ্য গোপন করার চর্চা বন্ধ করারও আহ্বান জানান তিনি।

ড. ইফতেখারুজ্জামান তথ্য অধিকার আইনকে নাগরিকের ক্ষমতায়ন ও স্বচ্ছতা প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহারের আহ্বান জানান।

তিনি বলেন, বাকস্বাধীনতা, ভিন্নমত প্রকাশের অধিকার, তথ্যের অবাধ প্রবাহ শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলনের অপরিহার্য উপাদান। স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা জরুরি।

Comments

The Daily Star  | English
Protests disrupt city life in Dhaka

Protests disrupt city life, again

Protests blocking major thoroughfares in Karwan Bazar and Shahbagh left the capital largely paralysed

1h ago