ভূরুঙ্গামারী সীমান্তে বিজিবির হাতে ভারতীয় নাগরিক আটক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার সীমান্ত এলাকায় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার রাত ৯টার দিকে বাগভান্ডার বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৯৫৭ নম্বর সীমান্ত পিলারের কাছে ভোটহাট বাহার থেকে ওই ভারতীয় নাগরিককে আটক করেন।
আটক ব্যক্তির নাম মোজাফফর হোসেন (৪৮)। তিনি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার মাদারগঞ্জ এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
অভিযানের সময় অপর এক ভারতীয় নাগরিক ঘটনাস্থল থেকে ভারতে পালিয়ে যান।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, আটক ভারতীয় নাগরিককে আজ বৃহস্পতিবার সকালে থানায় সোপর্দ করেছে বিজিবি।
বিজিবি ও পুলিশ সূত্র জানায়, আটক মোজাফফর একজন চোরাকারবারি। বাংলাদেশি চোরাকারবারিদের সঙ্গে বৈঠক করতে তিনি বাংলাদেশে অনুপ্রবেশ করেছিলেন। বাগভান্ডার সীমান্ত এলাকায় চোরাকারবারিদের একটি শক্তিশালী সিন্ডিকেট রয়েছে।
ওসি রুহুল আমিন বলেন, 'মোজাফফরের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা হয়েছে। আজ দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।'
Comments