‘অমানবিক অভিবাসী বিতাড়নে’ ভারতে ক্ষোভ, ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ

কংগ্রেসের যুব শাখার সদস্যরা দিল্লিতে ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করেন। ছবি: রয়টার্স

চলতি সপ্তাহে শতাধিক ভারতীয় অভিবাসীকে হাতকড়া ও শেকলে বেঁধে নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

সামরিক উড়োজাহাজে ৪০ ঘণ্টার দীর্ঘ ভ্রমণে টয়লেট ব্যবহারের সময়ও খোলা হয়নি শেকল।

অভিবাসীদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের এই 'অমানবিক' ব্যবহার ভারতে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনের সামনে শেকল পরে বিক্ষোভ করেন কয়েকজন আইনপ্রণেতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বন্ধুত্ব নিয়েও উপহাস করেছেন অনেকে। 

একইদিনে কংগ্রেসের যুব শাখার সদস্যরা দিল্লিতে ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করেন।

আজ শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও ওয়াশিংটনের অভিবাসী বিতাড়নের পদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

মার্কিন সামরিক উড়োজাহাজে বুধবার ভারতে ফেরা ২৩ বছর বয়সী আকাশদীপ সিং সিএনএনকে বলেন, 'ফ্লাইটে ওঠার আগে আমাদের হাতকড়া ও পায়ে শেকল পরানো হয়। খাবার খেতে ও টয়লেটে যাওয়ার সময় শেকল খোলার অনুরোধ করেছিলাম, কিন্তু সেটা শুনে আমাদের সঙ্গে খুবই বাজে ব্যবহার করে তারা।'

'অবতরণের আগে মেয়েদের শেকল খুলে দিয়েছিল। কিন্তু আমাদের শেকল স্থানীয় পুলিশ কর্মকর্তারা অবতরণের পর খুলে দেন,' যোগ করেন তিনি।

আগামী সপ্তাহে হোয়াইট হাউসে ট্রাম্প ও মোদির বৈঠকের কথা রয়েছে। ট্রাম্পকে এর আগে একাধিকবার 'সত্যিকারের বন্ধু' বলে সম্বোধন করেছেন মোদি।

পাঞ্জাবের মন্ত্রী এস কুলদীপ সিং ধালি ওয়াল মোদিকে উদ্দেশ্য করে দেওয়া এক বিবৃতিতে এই বন্ধুত্বকে কাজে লাগিয়ে অভিবাসী ইস্যুতে ট্রাম্পকে আরও নমনীয় হওয়ার অনুরোধ করতে বলেন।

তিনি আরও বলেন, 'এই বন্ধুত্ব যদি প্রয়োজনের সময় ভারতীয় নাগরিকদের উপকারে না আসে, তাহলে এর দরকারটা কী?'

আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, 'যুক্তরাষ্ট্র থেকে ভারতে বিতাড়িত অভিবাসীদের প্রতি অমানবিক আচরণের' বিষয়টি তুলে ধরে ইতোমধ্যে ওয়াশিংটনের কাছে উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি।

তিনি আরও জানান, আরও ৪৮৭ জন ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠানোর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র। এর মধ্যে ২৯৮ জনের তথ্য এরই মধ্যে দিল্লির কাছে এসেছে।

সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অবৈধ ভারতীয় অভিবাসীর সংখ্যা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যহারে বেড়েছে। ২০১৮-১৯ অর্থবছরে এই সংখ্যা ছিল আট হাজার ২৭ জন। ২০২২-২৩ অর্থবছরে তা বেড়ে প্রায় ৯৭ হাজারে পৌঁছেছে।

Comments

The Daily Star  | English

Sohag’s murder exposes a society numbed by fear and brutality

It was a murder that stunned the nation, not only for its barbarity, but for what it revealed about the society we have become.

36m ago