জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে উপস্থিতি ৫৬ শতাংশ

কাশ্মীরের একটি ভোটকেন্দ্র। ছবি: রয়টার্স
কাশ্মীরের একটি ভোটকেন্দ্র। ছবি: রয়টার্স

ভারতের কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীর অঞ্চলে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে ২৬ আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এতে ভোট দিয়েছেন মোট ৫৬ দশমিক ০৫ শতাংশ ভোটার।

গতকাল বুধবার এই তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম স্টেটসম্যান।

প্রধান নির্বাচন কর্মকর্তা পিকে পোল জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার ঘটেনি।

সব মিলিয়ে, কাশ্মীর উপত্যকার তুলনায় জম্মু অঞ্চলে ভোটারের সংখ্যা বেশি দেখা গেছে।

শ্রী মাতা বৈষ্ণো দেবী নামের নবগঠিত আসনে সর্বোচ্চ ৭৯ দশমিক ৯৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

জম্মু অঞ্চলের লাইন অব কন্ট্রোলের (এলওসি) প্রান্তে থাকা আসনগুলোতেও উল্লেখযোগ্য সংখ্যক ভোটার ভোট দেন।

পাশাপাশি রিয়াসি জেলার গুলাবগড় আসনে ৭২ দশমিক ১৯ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

তবে শ্রীনগরের আসন হাব্বাকাদাল ও খানিয়ারে মাত্র ১৫ দশমিক আট শতাংশ ও ২৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

শ্রীনগরের অন্যান্য আসনগুলোতেও ভোটারের উপস্থিতি কম ছিল। এসব আসনে ২৯ থেকে ৩০ শতাংশের মধ্যেই ছিল ভোটারদের অংশগ্রহণের হার।

জম্মু-কাশ্মীরের ২৩৯ জন প্রার্থীর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন ওমর আবদুল্লাহ (এনসি), তারিক হামিদ খান (কংগ্রেস), আলতাফ বুখারি (আপনি পার্টি) ও রাভিনদার রায়না (বিজেপি)।

কাশ্মীর থেকে অভিবাসন করে আসা ব্যক্তিদের জন্য বিশেষায়িত ভোটকেন্দ্রের ব্যবস্থা রাখা হয়েছিল।

দ্বিতীয় দফার ভোটের অনন্য বৈশিষ্ট্য ছিল ১৬ জন বিদেশি কূটনীতিকের উপস্থিতিতে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্র, নরওয়ে ও সিঙ্গাপুরসহ বেশ কয়েকটি দেশ থেকে তারা জম্মু-কাশ্মীরে আসেন।

এবারই প্রথম এ অঞ্চলের নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিত থাকার অনুমতি দেওয়া হলো।

জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনে ২৬ আসনে মোট তিন হাজার ৫০২টি ভোটকেন্দ্রে গতকাল স্থানীয় সময় সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়। উল্লেখযোগ্য আসনের মধ্যে ছিল কাশ্মীরের গান্দেরবাল, শ্রীনগর ও বুদগাম এবং জম্মুর রিয়াসি, রাজৌড়ি ও পুঁচ।

এই নির্বাচনে মোট নিবন্ধিত ভোটার ছিলেন ২৫ লাখ ৭৮ হাজার ৯৯। তাদের মধ্যে পুরুষ ১৩ লাখ ১২ হাজার ৭৩০, নারী ১২ লাখ ৬৫ হাজার ৩১৬ ও ৫৩ জন তৃতীয় লিঙ্গের।

Comments

The Daily Star  | English

65% of suicide victims among students are teenagers: survey

At least 310 students from schools, colleges, universities and madrasas died by suicide last year

3h ago