জম্মুর ক্যাম্পে বন্দুকধারীর হামলায় ৩ সেনা নিহত

ছবি: এনডিটিভি থেকে নেওয়া

জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সেনা ক্যাম্পে বন্দুকধারীর হামলায় ৩ সেনা সদস্য নিহত ও ২ জন আহত হয়েছেন।

সেসময় সেনা ক্যাম্পে ঢোকার চেষ্টা করায় ২ বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়।

আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মুকেশ সিং বলেন, 'আজ ভোররাতে সেনা ক্যাম্পে হামলা চালায়। রক্ষীরা তাদের চ্যালেঞ্জ করলে বন্দুকযুদ্ধ শুরু হয়।'

সেসময় নিরাপত্তার নিশ্চিত করতে ক্যাম্পে আরও সেনা পাঠানো হয় বলে জানান তিনি।

পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, এই হামলার পেছনে লস্কর-ই-তাইবা জড়িত।

গতকাল পুলওয়ামা জেলায় পুলিশ ২৫ কিলোগ্রাম বিস্ফোরক সামগ্রী জব্দ করার পর এই হামলা চালানো হলো।

Comments