নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশের খেলার সময়সূচি

Nigar Sultana Joty & Fargana Hoque Pinky
ফারজানা হক পিংকি ও নিগার সুলতানা জ্যোতি। ছবি: ফিরোজ আহমেদ/স্টার

এবারের নারী টি-টোয়েন্টি হওয়ার কথা ছিলো বাংলাদেশে। কিন্তু ক্ষমতার পালাবদল কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতায় নিরাপত্তা সংকটে টুর্নামেন্ট হবে সংযুক্ত আরব আমিরাতে। ৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপে 'বি' গ্রুপে খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। গ্রুপ পর্বে ম্যাচ আছে চারটি।

৩ অক্টোবর শারজায় বিকেল চারটায় স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপ সেরা দুই দল যাবে সেমিফাইনালে।

গ্রুপ পর্বে বাংলাদেশের খেলার সময়সূচী (বাংলাদেশ সময় অনুযায়ী):

তারিখ প্রতিপক্ষ সময় ভেন্যু
৩ অক্টোবর স্কটল্যান্ড বিকেল ৪টা শারজাহ
৫ অক্টোবর ইংল্যান্ড রাত ৮টা শারজাহ
১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ রাত ৮টা শারজাহ
১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকা রাত ৮টা শারজাহ

 

Comments

The Daily Star  | English

Crowd control: Police seek to stop use of lethal weapon

The police may stop using lethal weapons and lead pellets for crowd control as their widespread use during the July mass uprising led to massive casualties and global criticism.

2h ago