আশুলিয়ায় আরও ৩ পোশাক কারখানা বন্ধ

ছবি: স্টার

শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চল আশুলিয়ায় আজ মঙ্গলবার আরও তিনটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

এনিয়ে শিল্পাঞ্চলে ১৩/ ১ ধারায় মোট ৫৫টি কারখানা বন্ধ ঘোষণা করা হলো। এরমধ্যে ৯টি কারখানা সাধারণ ছুটির আওতায় বন্ধ রয়েছে।

শ্রমিক নেতারা জানান, সকালে অনেক কারখানার শ্রমিকরা কারখানা বন্ধ দেখে ফিরে গিয়েছেন।

শিল্প পুলিশ বলছে, উৎপাদন বন্ধ থাকা কারখানাগুলো মূলত আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে অবস্থিত।

তবে শিল্পাঞ্চলের কোথাও আজ কোনো সড়ক অবরোধ কিংবা অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

নিরাপত্তা জোরদারে বিভিন্ন কারখানার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকাসহ শিল্পাঞ্চলে টহল কার্যক্রম অব্যাহত আছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, 'শ্রমিকরা বেতন বৃদ্ধি, ইনক্রিমেন্টসহ অন্যান্য দাবিতে আন্দোলন করার কারণে আজ ৪৬টি কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এছাড়া আরও ৯টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল ১৩/১ ধারায় মোট ৪৩টি কারখানা বন্ধ ছিল।

Comments

The Daily Star  | English

Jatiyo Party's office set on fire in Khulna

Protesters vandalised the Jatiyo Party office in Khulna's Dakbangla area last evening

1h ago