বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর নিয়ে তৌহিদ হোসেন ও রিচার্ড ভার্মার বৈঠক
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্যবস্থাপনা ও সম্পদ বিভাগের উপমন্ত্রী রিচার্ড রাহুল ভার্মার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এই বৈঠকে বাংলাদেশে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রূপান্তরে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা হয়েছে।
আজ সকালে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নিয়েও আলোচনা হয়।
এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে একটি পোস্ট (সাবেক টুইটার) করেছে।
আজ রাতে নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পূর্ব নির্ধারিত বৈঠকের আগেই এই বৈঠকের আয়োজন করা হয়।
অপরদিকে, নিউইয়র্কে কমনওয়েলথ জোটের মন্ত্রী পর্যায়ের বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ আন্তর্জাতিক নেতাদের বলেন, 'রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের সমস্যা নয়।'
তিনি উল্লেখ করেন, মিয়ানমারের মানুষ যে সব সমস্যায় ভুগছে, তা আশেপাশের অঞ্চলগুলোতেও ছড়িয়ে পড়তে পারে।
'আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে উদ্যোগ নিতে হবে', যোগ করেন তিনি।
Comments