শপথ নিয়েছেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুড়া দিশানায়েকে

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুড়া দিশানায়েকে। ফাইল ছবি: দ্য আইল্যান্ড শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুড়া দিশানায়েকে। ফাইল ছবি: দ্য আইল্যান্ড শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার বামপন্থী প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে রাজধানী কলম্বোয় আয়োজিত এক অনুষ্ঠানে শপথ গ্রহণ করেছেন।

আজ সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত শপথ গ্রহণ অনুষ্ঠানের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

অনুড়া (৫৫) ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের নেতা হিসেবে আরও ৩৮ জন প্রতিদ্বন্দ্বীকে শনিবারের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত করেন।

২০২২ সালে নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও তৎকালীন রাষ্ট্রপ্রধান গোতাবায়া রাজাপাক্সের পলায়নের পর এটাই ছিল দেশটিতে প্রথম নির্বাচন।

অনুড়া পেয়েছেন গণনাকৃত ভোটের ৪২ দশমিক ৩ শতাংশ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজিথ প্রেমাদাসা পেয়েছেন ৩২ দশমিক ৮ শতাংশ ভোট। দ্বিতীয় ভোট গণনায় দুইজনের ভোট কিছুটা বেড়েছে। 

 

Comments

The Daily Star  | English

Leading univs withdrawing from cluster system

Session delays, irregularities, and lack of central planning cited as reasons

10h ago