ভিসি নিয়োগের দাবি: মহাসড়ক অবরোধ, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ইবি শিক্ষার্থীদের
উপাচার্য নিয়োগ বেঁধে দেওয়া সময়ের শেষ দিনে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আর রোববার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা সড়কটি অবরোধ করেন।
এর আগে ১১টার দিকে ক্যাম্পাসের বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিল বিভিন্ন হল ও সড়ক প্রদক্ষিণ শেষে সড়কে অবস্থান নেয়। সেখানে ৪৫ মিনিট অবস্থান শেষে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এস এম সুইট।
সু্ইট বলেন, 'আমরা গত শুক্রবার ভিসি নিয়োগের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। আজকে সেই আল্টিমেটামের শেষ দিন। আজকের মধ্যে দাবি আদায় না হলে আন্দোলনের পরিধি আরও বাড়ানো হবে।'
সহ-সমন্বয়ক ইয়াসিরুল কবির বলেন, 'আমরা দাবি আদায় করতে জানি। ভিসি নিয়োগ করে বিশ্ববিদ্যালয়ে অতি দ্রুত ক্লাস-পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম চালু করতে হবে।'
একই দাবিতে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া-খুলনা মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করেন শিক্ষার্থীরা। তার আগে শুক্রবার বিকেলেও মহাসড়ক অবরোধ ও গত সপ্তাহে দুই দফায় বিক্ষোভ ও ছাত্রসমাবেশ করেন তারা।
Comments