সপ্তাহের শেষ কর্মদিবসে রাজধানীতে তীব্র যানজট

বনানী থেকে মহাখালী অভিমুখী লেনে তীব্র যানজট। ছবি: প্রবীর দাশ

ছুটির দিন ছাড়া সপ্তাহের প্রায় সব দিনেই রাজধানীতে তীব্র যানজট দেখা যায়। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে যানজট বাড়ছে বলে যাত্রীরা অভিযোগ করছেন। স্বাভাবিক সময়ে সকালে অফিস সময় শুরু বিকেলে অফিস ছুটির সময়ে যানজট তৈরি হতে দেখা গেলেও, প্রধান সড়কগুলোতে এখন প্রায় সারা দিনই যানজট লেগে থাকছে। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে বিভিন্ন সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। আসাদ অ্যাভিনিউ, মিরপুর রোড, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, বিজয় সরণি, বনানী ও মহাখালী ঘুরে এই পরিস্থিতি দেখা গেছে।

ছবি তুলেছেন প্রবীর দাশ ও পলাশ খান

বিজয় সরণি মোড়ের আগে ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি। ছবি: প্রবীর দাশ
ধানমন্ডিতে মিরপুর রোডে এমন যানজট নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। ছবি: প্রবীর দাশ
যানজটে থমকে আছে বনানী এয়ারপোর্ট রোড। ছবি: পলাশ খান

 

Comments