বাংলাদেশের বিশ্বকাপ দলে চমক তাজ নেহার

Taj Nehar

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াডে চমকের নাম তাজ নেহার। অভিষেকের অপেক্ষায় থাকা ২৬ পেরুনো টপ অর্ডার ব্যাটারকে দলে নিয়েছেন নির্বাচকরা। বিশ্বকাপ দলে অভিজ্ঞ জাহানারা আলমের জায়গা হলেও ঠাঁই পাননি রুমানা আহমেদ।

বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছে। তাতে তাজ নেহারের জায়গা পাওয়াই বড় খবর। ডানহাতি এই ব্যাটার কোন সংস্করণেই বাংলাদেশের জার্সিতে আগে খেলেননি। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে সরাসরি বিশ্বকাপে সুযোগ পেয়ে গেলেন তিনি। 

গত এশিয়া কাপের স্কোয়াডে থাকা সাথি রানি ও দিশা বিশ্বাসও বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন। দলে আছেন সোবহানা মুশতারি। শ্রীলঙ্কা সফরে 'এ' দলের হয়ে যিনি রান পেয়েছেন। বাদ পড়ে ঘরোয়া ক্রিকেটে ভালো করে ফিরে আসা অভিজ্ঞ রুমানা আহমেদ জাতীয় দলের হয়ে রানের দেখা পাননি। তাকে আর তাই টানতে চায়নি দল। বিশ্বকাপ দলে জায়গা পাননি সম্ভাবনাময় ব্যাটার রাবেয়া হায়দার ঝিলিক, ইশমা তানজিম, সাবিকুন নাহার জেসমিন ও শরিফা খাতুনের। 

বাংলাদেশের পেস আক্রমণের জাহানারার সঙ্গে আছেন মারুফা আক্তার আর দিশা বিশ্বাস। নাহিদা আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুনদের নিয়ে স্পিন বিভাগ বেশ জুতসই। 

৩ অক্টোবর শারজাহ স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। ৫ অক্টোবর একই ভেন্যুতে জ্যোতিদের প্রতিপক্ষ ইংল্যান্ড। ১১ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে বাংলাদেশ। 'বি' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। 

নারী বিশ্বকাপের বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, সোবহানা মোশতারি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথি রানি, দিশা বিশ্বাস।

Comments