আগারগাঁও থেকে মেট্রোরেল মতিঝিল পর্যন্ত চলছে না
রাজধানীর উত্তরা থেকে মতিঝিলগামী মেট্রোরেল আগারগাঁও স্টেশনে এসে আটকে আছে। যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যা হয়েছে বলে মেট্রোরেল কর্মীদের মাইকিং করতে দেখা গেছে।
দ্য ডেইলি স্টারের এক কর্মী আজ বুধবার সকালে এ তথ্য জানান।
তিনি সকাল ৯টা ৪০ মিনিটে শেওড়াপাড়া স্টেশন থেকে মেট্রোরেলে চড়েন। ট্রেনটি আগারগাঁও স্টেশনে এসে থেমে যায়। পরে কর্মীদের মাইকিং করতে শোনা যায়।
মাইকিংয়ে তারা বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল আগারগাঁও স্টেশন পর্যন্ত চলাচল করবে, মতিঝিল পর্যন্ত যাবে না।
এসময় অসংখ্য যাত্রী ট্রেন থেকে নেমে যান। কেউ অন্য যানবাহনে, কেউ কেউ পায়ে হেঁটেই রওনা দিয়েছেন গন্তব্যে। এসময় তাদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
আগারগাঁও থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকলেও আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলছে বলে জানিয়েছেন কর্মীরা।
যান্ত্রিক ত্রুটির বিষয়ে এখন পর্যন্ত মেট্রোরেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষর বক্তব্য পাওয়া যায়নি।
Comments