বন্যায় আর্থিক ক্ষতি ১৪ হাজার ২৬৯ কোটি টাকা, ৭৪ জনের প্রাণহানি

বন্যায় ভেসে যাওয়া ভিটের সামনে বিলকিস আক্তার। ছবি: স্টার

আগস্টের আকস্মিক বন্যায় মোট ১৪ হাজার ২৬৯ কোটি ৬৮ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে এবং এতে প্রাণ হারিয়েছেন ৭৪ জন ও আহত হয়েছে ৬৮ জন।

এই বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা ফেনীসহ দেশের পূর্বাঞ্চলের ১১টি জেলায় কৃষি, বাসস্থান, রাস্তাঘাট ও সামগ্রিক অবকাঠামোর ক্ষতির ওপর ভিত্তি করে আর্থিক ক্ষতির হিসাব তৈরি করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম আজ মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যমের কাছে এই ক্ষয়ক্ষতির মূল্যায়ন প্রকাশ করেন।

এর আগে উপদেষ্টা বন্যাপরবর্তী পুনর্বাসন প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৪০ জন সচিবের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে মন্ত্রিপরিষদ সচিবসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের প্রায় সব সচিব উপস্থিত ছিলেন।

উপদেষ্টা জানান, বন্যায় নয় লাখ ৪২ হাজার ৮২১ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন, ৪৫ লাখ ৫৬ হাজার ১১১ জন তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিলেন।

প্রবল বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যা গত ২০ আগস্ট শুরু হয় এবং দ্রুত ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর, কক্সবাজার প্রভৃতি জেলায় ছড়িয়ে পড়ে।

Comments

The Daily Star  | English

BB buys $313m more from 22 banks

The cut-off rate was Tk 121.5 per US dollar

27m ago