সিরাজগঞ্জে নদীতীর সংরক্ষণ এলাকায় ভাঙন

জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ করা হচ্ছে বলে জানিয়েছে পাউবো।
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীতীর সংরক্ষণ বাধের প্রায় ৭০ মিটার অংশ নদীতে ভেঙে গেছে। পানির চাপে নদীর তীরবর্তী এলাকার মাটি ধসে যাওয়ায় নদীতীরে সিসি ব্লক দিয়ে সংরক্ষণ করা এলাকায় এ ভাঙন দেখা দিয়েছে বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

তবে ভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ করা হচ্ছে বলে জানিয়েছে তারা।

এলাকাবাসী ও পাউবো সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় কাজিপুর উপজেলার মেঘাই পুরাতন তীর বাঁধের ৭০ মিটার সিসি ব্লক নদীতে বিলীন হয়ে গেছে।

সিরাজগঞ্জ পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন জানান, ভাঙন এখন নিয়ন্ত্রণে রয়েছে। প্রবল স্রোতের কারণে এ বাঁধের তলদেশ থেকে মাটি সরে যাওয়ায় ভাঙন শুরু হয়। ভাঙন ঠেকাতে সকাল থেকেই বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। কাজটি তদারকি করছেন সেনাবাহিনীর সদস্যরা।

Comments

The Daily Star  | English

Former planning minister MA Mannan arrested in Sunamganj

Police arrested former Planning Minister MA Mannan from his home in Sunamganj's Shatiganj upazila yesterday evening

3h ago