জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ফাইল ছবি: স্টেটসম্যান
দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ফাইল ছবি: স্টেটসম্যান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শীর্ষ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জামিনে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছে ভারতের শীর্ষ আদালত।

আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

জামিন মঞ্জুর করে রায় দেওয়ার সময় সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত মন্তব্য করেন, 'বিনা বিচারে কাউকে দীর্ঘসময় কারাগারে আটকে রাখা তাকে অন্যায়ভাবে স্বাধীনতা থেকে বঞ্চিত রাখার সমতুল্য'। 

'জামিন পাওয়ার তিনটি শর্ত রয়েছে এবং কেজরিওয়াল তার সবগুলোই পূরণ করেছেন। আমরা সে অনুযায়ী রায় দিয়েছি', যোগ করেন বিচারতি।

প্রায় ছয় মাস কারাবন্দী ছিলেন কেজরিওয়াল। মাঝে লোকসভা নির্বাচনে প্রচারণা চালানোর জন্য তিন সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান দিল্লির জনপ্রিয় এই মুখ্যমন্ত্রী।

গত ২১ মার্চ কেজরিওয়ালকে আবগারি নীতির সঙ্গে সংশ্লিষ্ট একটি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়।

দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) করা মামলায় আইনগত নিরাপত্তা চেয়ে কেজরিওয়ালের আবেদন দিল্লি হাইকোর্ট ফিরিয়ে দেওয়ার কয়েক ঘণ্টা পর ইডির একটি ১২ সদস্যের দল উত্তর দিল্লির সিভিল লাইনস এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে।

এতদিন তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কারা-হেফাজতে বসেই দিল্লির সরকার চালিয়ে এসেছেন।

কেজরিওয়ালের জামিন পাওয়ার প্রতিক্রিয়ায় আম আদমি পার্টির শীর্ষ নেতা মনীষ সিসোদিয়া বলেন, 'আজকে আবারও মিথ্যা-ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগ্রামে সত্যের জয় হলো। আমি আবারও আজকে বাবা সাবে আমবেদকারের চিন্তাধারা ও দূরদৃষ্টির প্রতি সম্মান জানাই, যিনি ৭৫ বছর আগে সাধারণ মানুষের মাঝে ভবিষ্যতের স্বৈরশাসকদের মোকাবিলার শক্তি দিয়ে গেছেন।'

Comments

The Daily Star  | English

New uniform, monogram sans boat on the cards for police

According to police sources, a new monogram for the Bangladesh Police has already been determined. It will no longer feature a boat

1h ago