দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই

দিল্লির মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ফাইল ছবি: রয়টার্স
দিল্লির মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ফাইল ছবি: রয়টার্স

ভারতের শীর্ষ দুর্নীতি দমন সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে শুল্ক নীতিমালা প্রণয়ন ও তা বাস্তবায়নে দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগে জিজ্ঞাসাবাদ করবে।

আজ রোববার এ তথ্য জানিয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কেজরিওয়ালকে সিবিআই এই নীতিমালা প্রণয়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করতে পারে। বিশেষত, একটি হারিয়ে যাওয়া ফাইল এ ক্ষেত্রে প্রাধান্য পাবে। ফাইলটি দিল্লির মন্ত্রীদের কাউন্সিলের সামনে উপস্থাপনের কথা ছিল।

এ মামলায় সাক্ষী হিসেবে কেজরিওয়ালকে ডাকা হয়েছে। তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনা হয়নি। ২৬ ফেব্রুয়ারি একই মামলায় সাবেক উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে সিবিআই গ্রেপ্তার করে। পরে তিনি জামিনে মুক্তি পান।

গত মার্চে আবারো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অর্থ পাচার মামলায় সিসোদিয়াকে গ্রেপ্তার করে এবং আদালতের হেফাজতে রাখে।

সিবিআইর জিজ্ঞাসাবাদের সম্মুখীন হওয়ার আগে কেজরিওয়াল অভিযোগ করেন, সম্ভবত বিজেপি তদন্ত সংস্থাটিকে তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। 'তারা খুবই শক্তিশালী এবং যে কাউকে কারাগারে পাঠাতে পারে,' বলে মন্তব্য করেন তিনি।

টুইটারে ৫ মিনিটের ভিডিও বক্তব্যে কেজরিওয়াল জানান, তিনি সিবিআইর শুল্ক নীতিমালা মামলা সংক্রান্ত সব প্রশ্নের 'সত্য ও সৎ' উত্তর দেবেন। কারণ এ বিষয়ে তার লুকানোর কিছু নেই।

 

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

9h ago