রিয়ালের ও ব্রাজিলের খেলার ধরণ আলাদা: ভিনিসিয়ুস

জাতীয় দলের জার্সিতে আরও একবার হতাশা উপহার দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফর্ম করলেও তার সিকিভাগও দেখা যায় না ব্রাজিলে হয়ে। অথচ নেইমার জুনিয়র না থাকায় তার উপর ছিল রাজ্যের প্রত্যাশা। তবে নিজের ব্যর্থতার জন্য রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্রাজিলের খেলার ধরণের পার্থক্যের কথা তুলে ধরেছেন।

বুধবার সকালে প্যারাগুয়ের মাঠে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে স্বাগতিকদের কাছে ০-১ গোলের ব্যবধানে হেরেছে ব্রাজিল। ম্যাচের ২০তম মিনিটে স্বাগতিকদের পক্ষে জয়সূচক গোলটি করেন দিয়েগো গোমেজ। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি সেলেসাওরা।

এমন হারের পর ভিনিসিয়ুসের পারফরম্যান্স নিয়ে অনেক আলোচনাই হচ্ছে। রিয়ালের ভিনি কেন পারেন না জাতীয় দলে? এর জবাবে এই ফরোয়ার্ড বলেন, 'এটা সম্পূর্ণ আলাদা (রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের খেলা)। ইউরোপে খেলাগুলো আলাদা, বল একপাশে থেকে অন্য দিকে দ্রুত যায়... আমাদের জানতে হবে কীভাবে মানিয়ে নিতে হবে যাতে সবাই ভালো খেলে আমরা ম্যাচ জিততে পারি।'

তবে সব সমালোচনা মেনে নিচ্ছেন তিনি, 'আমরা জানি কেমন পরিস্থিতিতে আছি আমরা। যেকোনো মূল্যে ব্রাজিলকে এই পরিস্থিতি থেকে বের করে আনতে চাই। আমাদের সবাইকে বাড়িতে যেতে হবে এবং ভাবতে হবে কিভাবে ভালো খেলা যায়। আমরা এখানে পয়েন্ট হারাতে আসতে পারি না। আমাদের অবশ্যই সমস্ত সমালোচনাকে মেনে নিতে হবে এবং ব্রাজিলকে শীর্ষে রাখতে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসতে হবে।'

তবে প্রত্যাশা পূরণ করতে না পারায় সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ভিনিসিয়ুস, 'আমরা সমর্থকদের কাছে ক্ষমাপ্রার্থী, যারা সবসময় আমাদের পাশে থাকে। তবে এটি কঠিন সময়, আমরা কেবল উন্নতি করতে চাই... আমি আমার সম্ভাবনা জানি, আমি জানি আমি জাতীয় দলের জন্য কী করতে পারি।'

'অবশ্যই, এটি খুব কঠিন প্রক্রিয়া ছিল, কারণ যখন আপনার আত্মবিশ্বাস থাকে না। যখন আপনি গোল পান না। আমি জানি আমি কি উন্নতি করতে পারি। যখন আমি ভালো খেলতে পারি তখন অন্য সবাইকে অনেক শান্তি এনে দিতে পারব। আমি আমার দায়িত্ব জানি, যত দ্রুত সম্ভব উন্নতি করতে চাই,' যোগ করেন এই রিয়াল তারকা।

Comments

The Daily Star  | English

NBR revises VAT, SD on 9 items following public outcry 

NBR said it has slashed VAT on ready-made clothes, restaurants, sweets, non-AC hotels and motor workshops and mostly restored to the previous levels

57m ago