সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

সায়েন্সল্যাব এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। ছবি: স্টার

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার দুপুরে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে উভয় গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপ চলে। 

ঢাকা কলেজের শিক্ষার্থী সজিব উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে মারধর করে এবং উস্কানিমূলক স্লোগান দিয়ে মিছিল সহকারে ঢাকা কলেজের দিকে অগ্রসর হয়।'

'খবর পেয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়', বলেন তিনি।

আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী অবশ্য দাবি করেছেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রথমে আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থীকে মারধর করে।

এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

বিকেল ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

 

Comments

The Daily Star  | English

July 6, 2024: 'Bangla Blockade' announced

Beyond Dhaka, protesters hold the streets with equal resolve

21h ago