শিল্পাঞ্চল আশুলিয়ায় ৭৯ কারখানায় ছুটি ঘোষণা

দাবি দাওয়া নিয়ে মালিকপক্ষের সঙ্গে বনিবনা না হওয়ায় আজ সোমবার শিল্পাঞ্চল আশুলিয়ায় ৭৯টি পোশাক কারখানা বন্ধ আছে।

আশুলিয়া শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ শিল্পাঞ্চলের কোথাও কোনো সড়ক অবরোধসহ কারখানায় হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানাতেই উৎপাদন স্বাভাবিক আছে। তবে আগে থেকেই কিছু কারখানায় অভ্যন্তরীণ বেশ কিছু দাবি দাওয়া নিয়ে শ্রমিক অসন্তোষ চলছিল সেসব কারখানার শ্রমিকরা কাজে ফেরেনি। তাই ওইসব কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য ছুটি ঘোষণা করেছে। ওই সব কারখানার আশেপাশে থাকা বেশ কিছু কারখানা কর্তৃপক্ষ হামলা হতে পারে এমন আশঙ্কায় তারাও তাদের কারখানায় ছুটি ঘোষণা করেছে। সব মিলিয়ে আজ ৭৯টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

কোনো ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে যৌথবাহিনীর টহল চলছে। পাশাপাশি শিল্পাঞ্চলসহ শিল্প কারখানা পরিদর্শন করেছেন শিল্প পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা।

এদিকে গতকাল সন্ধ্যা ৬টার দিকে জামগড়া এলাকায় ইউফোরিয়া অ্যাপারেলস লিমিটেডের কারখানা ভাঙচুরের সময় সেনাবাহিনী ও র‍্যাব সদস্যরা সেখানে উপস্থিত হলে বিক্ষুব্ধ শ্রমিকরা র‍্যাবের একটি গাড়িতে আগুন ও সেনাসদস্যদের একটি গাড়ি ভাঙচুর করে। ওই স্থান থেকে একজনে আটক করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Dhaka sends diplomatic note to Delhi to send back Hasina: foreign adviser

The Ministry of Foreign Affairs has sent a diplomatic note to the Indian government to send back ousted former prime minister Sheikh Hasina to Dhaka.

2h ago