শ্রীপুরে ২ পোশাক কারখানা ছুটি ঘোষণা
বেতন বাড়ানো, বোনাস ও নাইট বিলের দাবিতে গাজীপুরের শ্রীপুর নতুন বাজার এলাকার এসএম নিটওয়্যার পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।
এসময় শ্রমিকরা উত্তেজিত হয়ে পাশ্ববর্তী অ্যাসটোরেক্স লিমিটেড পোশাক কারখানায় হামলা করে। এ ঘটনায় ওই কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আজ শনিবার দুপুর ১টার দিকে শ্রীপুর নতুন বাজার এলাকার এ ঘটনা ঘটে।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (বাঘের বাজার জোন) সুমন মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তিনি বলেন, শ্রমিক অসন্তোষে দুটি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছে
আন্দোলনরত শ্রমিকরা জানায়, আমাদের ইনক্রিমেন্ট, বোনাস দিতে হবে। ৫০ টাকা করে নাইট বিল দিতে হবে।
শিল্প পুলিশ জানায়, আজ দুপুরে এসএম নিটওয়্যার পোশাক কারখানার শতাধিক শ্রমিক কারখানার সামনে বিক্ষোভ মিছিল করে। এসময় পার্শ্ববর্তী অ্যাসটোরেক্স লিমিডেট ফ্যাক্টরিতে এসএম নিটওয়্যারের শ্রমিকেরা এসে হামলা করেন। এতে দুই কারখানায় বিশৃঙ্খলা ও অসন্তোষ সৃষ্টি হয়।
একপর্যায়ে কারখানা কতৃপক্ষ আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করেন।
পরে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে এ্যাসরোটেক্স লিমিটেড কারখানার প্রায় ২ হাজার শ্রমিক কারখানাস্থল ত্যাগ করেন।
অ্যাসরোটেক্স লিমিটেড মালিক তামান্না তাহমিনা তানজিদ দ্য ডেইলি স্টারকে জানান, পাশ্ববর্তী কারখানা শ্রমিকরা বিক্ষোভ করছে। এতে আশপাশের কারখানাগুলোতে কিছু সমস্যা তো হচ্ছেই।
তিনি বলেন, আমাদের কোম্পানির একজন এ বিষয়ে বিস্তারিত জানাবেন।
তবে এসএম নিটওয়্যার পোশাক কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
Comments