এএনএনের নতুন চেয়ারম্যান হলেন স্টার মিডিয়া গ্রুপের এসথার এনজি

এএনএনের বার্ষিক সম্মেলনে বিদায়ী চেয়ারম্যান মাহফুজ আনাম ও নবনির্বাচিত চেয়ারম্যান এসথার এনজি। ২০২৫ এর ১ জানুয়ারিতে দায়িত্ব নেবেন এসথার। ছবি: দ্য স্টার মালয়েশিয়া
এএনএনের বার্ষিক সম্মেলনে বিদায়ী চেয়ারম্যান মাহফুজ আনাম ও নবনির্বাচিত চেয়ারম্যান এসথার এনজি। ২০২৫ এর ১ জানুয়ারিতে দায়িত্ব নেবেন এসথার। ছবি: দ্য স্টার মালয়েশিয়া

এশিয়ার ২২টি দেশের প্রধান ২৪টি সংবাদপত্র নিয়ে গঠিত এশিয়ান নিউজ নেটওয়ার্কের (এএনএন) পরবর্তী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন দাতিন পাদুকা এসথার এনজি। তিনি মালয়েশিয়ার স্টার মিডিয়া গ্রুপের চিফ কনটেন্ট অফিসার।

২০২৫ সালের ১ জানুয়ারি তিনি বাংলাদেশের সর্বাধিক পঠিত ইংরেজি দৈনিক পত্রিকা দ্য ডেইলি স্টারের সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মাহফুজ আনামের কাছ থেকে এই দায়িত্ব বুঝে নেবেন।

আজ এই তথ্য জানিয়েছে মালয়েশিয়ার গণমাধ্যম দ্য স্টার।

তৃতীয় নারী হিসেবে এই সম্মানজনক পদে নিযুক্ত হতে যাচ্ছেন এসথার।

এএনএনের নবনির্বাচিত চেয়ারম্যান এসথার এনজি। ২০২৫ এর ১ জানুয়ারিতে দায়িত্ব নেবেন তিনি। ছবি: দ্য স্টার মালয়েশিয়া
এএনএনের নবনির্বাচিত চেয়ারম্যান এসথার এনজি। ২০২৫ এর ১ জানুয়ারিতে দায়িত্ব নেবেন তিনি। ছবি: দ্য স্টার মালয়েশিয়া

মালয়েশিয়া চলছে এএনএনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন। সেখানে বক্তব্য দেওয়ার সময়য় সংবাদমাধ্যমের আধুনিকায়ন নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান এসথার।

'আমি ভিন্নভাবে গল্পগুলো বলতে চাই। সময় বদলেছে। সংবাদ পরিবেশনে আরও আধুনিকতা এসেছে। এশিয়াকে সবার সামনে ইতিবাচকভাবে তুলে ধরতে হবে', যোগ করেন তিনি।

তিনি ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়গুলোতে বিদায়ী চেয়ারম্যান মাহফুজ আনামের স্থিতিশীল ও শক্তিশালী নেতৃত্বের প্রশংসা করেন। তিনি আলাদা করে করোনাভাইরাস মহামারির সময়টির কথা উল্লেখ করেন।

'মহামারির কারণে তিনি তিন বছর এই পদে ছিলেন। আমাদের সবার জন্য প্রশান্তির উৎস ছিলেন তিনি। করোনাভাইরাস একটি সঙ্কট ছিল। হঠাত করেই আমরা জানতে পারি, এএনএন এক ক্রান্তিলগ্নে রয়েছে এবং আমাদেরকে নিজেদের অর্থায়নের ব্যবস্থা নিজেদেরকেই করতে হবে। আমরা তখন একটি প্রক্রিয়া শুরু করেছি। আমার কাজ হচ্ছে একে এগিয়ে নিয়ে যাওয়া।'

এএনএনের বোর্ড সভায় এসথারের নিয়োগ সর্বসম্মতিক্রমে নিশ্চিত করা হয়।

মাহফুজ আনাম তার বক্তব্যে বিশ্বের কাছে এশিয়াকে আরও ইতিবাচকভাবে উপস্থাপন করার গুরুত্বের ওপর জোর দেন। তিনি এএনএনের ভবিষ্যৎ কর্মসূচিগুলো নিয়ে বিস্তারিত জানান, যার মধ্যে আছে 'এশিয়া ডায়ালগ' সিরিজ ও এ অঞ্চলের তরুণ-তরুণীদের উদ্ভাবনী উদ্যোগগুলোকে সবার সামনে নিয়ে আসার জন্য কিছু পদক্ষেপ শুরু।

তিনি বলেন, 'এএনএন একটি প্ল্যাটফর্ম, যেখানে এশিয়ার সংবাদপত্রগুলোর মাধ্যমে এশিয়ার গল্পগুলোকে বিশ্বের সামনে তুলে ধরা হয়।'

তিনি এ অঞ্চলের নিজস্ব ও শক্তিশালী গণমাধ্যম থাকার গুরুত্বের ওপর জোর দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলো গণমাধ্যমের কার্যক্রমের মোড় ঘুরিয়েছে বলে উল্লেখ করেন তিনি।  

এএনএন দক্ষিণ-পূর্ব, পূর্ব ও দক্ষিণ এশিয়ার সংবাদ মাধ্যমের একটি আঞ্চলিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে এ অঞ্চলের সংবাদমাধ্যমগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও এশিয়াজুড়ে চলমান গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর বিষয়ে সম্পাদকীয় কনটেন্ট ভাগ করে নেওয়ার চর্চা করা হয়।

Comments

The Daily Star  | English

Container handling rises at New Mooring terminal after Navy takeover

Container handling at the New Mooring Container Terminal (NCT) of Chattogram Port increased in the first week of operational management by Chittagong Dry Dock Limited (CDDL), Bangladesh's sole dry dock currently operating under the Bangladesh Navy..The CDDL started running the NCT at the c

14m ago