বৈধ-অবৈধ অস্ত্র জমার শেষ দিন আজ, রাত থেকে অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

মাদকের গডফাদারদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
বৈধ অবৈধ অস্ত্র জমার শেষ দিন
লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

আজ রাত ১২টা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারে যৌথবাহিনী অভিযান শুরু করবে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন।

আজ মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, 'বৈধ ও অবৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন আজ। আজ রাত ১২টা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারে যৌথবাহিনী অভিযান শুরু করবে।'

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি। তিনি বলেন, 'আপনারা অস্ত্র উদ্ধারসহ সব বিষয়ে সরকারের পদক্ষেপ দেখতে পাবেন।'

উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, 'মাদক একটি বড় সমস্যা। এটি নিয়ন্ত্রণ করা জরুরি। মাদকের গডফাদারদের আইনের আওতায় আনা হবে।'

তিনি আরও বলেন, 'মিয়ানমার সীমান্তের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সীমান্ত সমস্যা সমাধানে কাজ চলছে।'

আসন্ন দুর্গাপূজা সম্পর্কে উপদেষ্টা বলেন, 'এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আশা করছি পূজা উদযাপন ভালোভাবে সম্পন্ন হবে।'

 

Comments

The Daily Star  | English

Former planning minister MA Mannan arrested in Sunamganj

Police arrested former Planning Minister MA Mannan from his home in Sunamganj's Shatiganj upazila yesterday evening

3h ago