জাহিদ মালেক, নওফেলসহ ১৪ সাবেক মন্ত্রী-এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা

দীপু মনি, মহিবুল হাসান চৌধুরী, কামাল আহমেদ মজুমদার ও জাহিদ মালেক। ছবি: সংগৃহীত

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ আওয়ামী লীগের সাবেক ১৪ মন্ত্রী ও সংসদ সদস্যের বিরুদ্ধে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আশ-শামস জগলুল হোসেন এ আদেশ দেন।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত অপর এমপি-মন্ত্রীরা হলেন--সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সাবেক শিল্প উপমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য সলিমউদ্দিন, মামুনুর রশীদ কিরণ, কুজেন্দ্র লাল ত্রিপুরা, কাজিম উদ্দিন, নূর-ই-আলম চৌধুরী লিটন, শাহজাহান খান, কামরুল ইসলাম ও জিয়াউর রহমান।

তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমানের পক্ষে আবেদনটি করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

আবেদনে বলা হয়, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন। তাই তাদের দেশত্যাগ ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন।

দুদক আদালতকে জানায়, তারা সবাই অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের তদন্ত চলছে।

আদালতের আদেশের একটি অনুলিপি স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপারের (ইমিগ্রেশন) কাছে পাঠিয়েছেন বিচারক।

Comments

The Daily Star  | English

World leaders split as ICC issues arrest warrant for Netanyahu

The court also issued warrants for Israel's former defence minister as well as Hamas's military chief Mohammed Deif

26m ago