ফুটবলার আমিনুলকে জেল খাটতে হয়েছে, আশা করি সাকিব গ্রেপ্তার হবেন না: আইন উপদেষ্টা

সাকিব আল হাসান। ছবি: ফিরোজ আহমেদ

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল আশা করছেন, ক্রিকেটার সাকিব আল হাসান গ্রেপ্তার হবেন না।

বাংলাদেশের জন্য অনেক সম্মান বয়ে আনার পরও ফুটবলার আমিনুল ইসলামকে জেল খাটতে হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।

সাকিবের বিরুদ্ধে একটা হত্যা মামলা হয়েছে। এটি নিয়ে দেশ-বিদেশে আলোচনা হচ্ছে। সেটি নজর এসেছে কি না, জানতে চাইলে আসিফ নজরুল বলেন, 'এটাও তো আওয়ামী লীগই শুরু করেছিল। সাকিব তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনেনি, সে নিজে অনেক কিছু অর্জন করেছে। ফুটবলার আমিনুল বাংলাদেশের জন্য পুরস্কার বয়ে এনেছিল, জাতীয় দলের ক্যাপ্টেন ছিল। আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছিল, আপনারা কি সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন? আমিনুলকে জেলে ভরা হয়েছিল। সাকিবের বিরুদ্ধে তো শুধু মামলা হয়েছে।'

তিনি বলেন, 'এটা পুলিশ প্রশাসনের ব্যাপার। আমরা যতটুকু বলার, সেটা বলার চেষ্টা করেছি। মামলা হওয়া মানে তো গ্রেপ্তার নয়। আমার বিশ্বাস, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে, যাতে কেউ অতি উৎসাহী হয়ে গ্রেপ্তার করতে না যায়।'

'আমি আশা করি, সাকিব গ্রেপ্তার হবেন না। আমি যতদূর জানি, আমাদের পুলিশ বাহিনীকে একটা নির্দেশনা দেওয়া আছে', বলেন তিনি।

Comments

The Daily Star  | English

JnU students begin mass hunger strike

Approximately 5,000 current and former students have joined the protest

1h ago