সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থী সজল হত্যা: হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা

শেখ হাসিনা। ছবি: রয়টার্স

এক দফা দাবিতে ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সজলের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ বুধবার সজলের ভাই মিজানুর রহমান বাদী হয়ে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে মামলাটি করেন।

শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রথম তথ্য প্রতিবেদন (এফআইআর) হিসেবে মামলাটি নথিভুক্ত করতে বলেন।

মামলায় বাকি আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার চৌধুরী।

অভিযোগে মিজানুর রহমান বলেন, তার ভাই গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে বাইপাইলে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিলে পুলিশ শিক্ষার্থীদের ওপর গুলি চালায় এবং সজলকে তুলে নিয়ে যায়। পুলিশ সজলকে থানা হেফাজতে নির্যাতন করে এবং গুলি করে হত্যা করে। পরে পুলিশ সজলের মরদেহ একটি লেগুনায় নিয়ে গিয়ে আলামত নষ্ট করতে আগুন ধরিয়ে দেয়।

এটিসহ শেখ হাসিনার বিরুদ্ধে ৭২টি মামলা হয়েছে। যার মধ্যে ৬১টি হত্যা, সাতটি মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা, তিনটি অপহরণ এবং একটি বিএনপির মিছিলে হামলার অভিযোগে।

Comments

The Daily Star  | English

Cops use water cannons to disperse protesting dismissed BDR members in Kakrail

Police barred them when they were marching towards the chief adviser’s residence, Jamuna

9m ago