ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক নিয়াজ আহমদ খান

অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক নিয়াজ আহমদ খান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে নিয়োগ দেওয়ার কাজ সম্পন্ন করেছেন বলে বঙ্গভবনের একটি সূত্র দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

অধ্যাপক নিয়াজ আহমদ খান ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর প্রো-ভাইস চ্যান্সেলর ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান।

একাডেমিক ও উন্নয়ন ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে অধ্যাপক নিয়াজ আহমদ খানের। তিনি ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি থেকে ডিস্টিংকশনসহ পিএইচডি করেছেন।

Comments

The Daily Star  | English
challenges for police to regain public trust

Cops want own commission with sweeping powers

Independent body to end politicisation, nepotism, corruption

15h ago