জামিনে মুক্ত জসীম উদ্দিন রাহমানী

মুফতি জসীম উদ্দিন রাহমানী। ছবি: সংগৃহীত

চার মামলায় জামিনে মুক্তি পেয়েছেন মুফতি জসীম উদ্দিন রাহমানী। 

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার রেজাউল করীম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ সোমবার গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে সকাল সোয়া ১১টার দিকে ছাড়া পান রাহমানী।

কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান ডেইলি স্টারকে বলেন, 'চারটি মামলায় তার জামিনের কাগজ গতকাল আমাদের এখানে একসাথে আসে। কাগজ যাচাই-বাছাই করে তাকে মুক্তি দেওয়া হয়েছে। তবে, আমি বিস্তারিত এখনও দেখিনি, বিস্তারিত বলতে পারব না। কবে কোন মামলায় কীভাবে জামিন পেয়েছেন, তা আমার জানা নেই।'

ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় রাহমানীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার একটি আদালত। ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবী থানার পলাশনগরে নিজ বাড়ির সামনে ব্লগার রাজীব হায়দারকে কুপিয়ে হত্যা করা হয়। ওই বছরের ১২ আগস্ট বরগুনা থেকে গ্রেপ্তার করা হয়।

পাশাপাশি  তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনসহ মোট চারটি মামলা হয়।

কারাগার সূত্রে জানা যায়, রাহমানীর বিরুদ্ধে ২০০৮ সালে ৬ ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গতকাল আদালত থেকে তাকে জামিন দেওয়া হয়। অন্য মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে।

ডেপুটি জেলার রেজাউল করীম বলেন, জামিনের কাগজ-পত্র যাচাই-বাছাই করে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

গ্রেপ্তারের সময় পুলিশ জানিয়েছিল, জসীম উদ্দিন রাহমানী আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। 

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

20h ago