সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে বিসিবিকে আইনি নোটিশ

সাকিব আল হাসান, স্টেপ ফুটওয়্যার, এসএএইচ৭৫,
সাকিব আল হাসান। ফাইল ফটো

তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে সরিয়ে দিতে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। একটি হত্যা মামলায় তার নাম আসায় মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে সাকিবকে দেশে ফিরিয়ে আনার নির্দেশনাও আইনি নোটিশে চাওয়া হয়েছে।

আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর আইনজীবী মোহাম্মদ রাফিনুর রহমানের পক্ষ থেকে এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম।

আইনি নোটিশে বলা হয়েছে, যেহেতু সাকিব আল হাসানের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে, তাই আইসিসির নিয়ম অনুযায়ী তিনি জাতীয় ক্রিকেট দলে থাকতে পারবেন না। তাকে অবিলম্বে ক্রিকেট দল থেকে সরিয়ে দেওয়া প্রয়োজন।

পোশাক শ্রমিক রুবেল হত্যার অভিযোগে গত ২২ আগস্ট ডিএমপির আদাবর থানায় মামলাটি করা হয়।

মামলায় সাকিব আল হাসানকে আসামি করা হয়েছে। এছাড়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনকে আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

আইনজীবী সাজব মাহমুদ আলম দ্য ডেইলি স্টারকে বলেন, সাকিব আল হাসান এখন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে পাকিস্তানে রয়েছেন।

তিনি আরও বলেন, সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে আনা এবং ক্রিকেট দল থেকে তাকে সরিয়ে দেওয়ার জন্য তার মক্কেল বিসিবিকে কোনো সময়সীমা দেননি। যেহেতু বিসিবিতে একটি নতুন দল নিয়োগ করা হয়েছে এবং তাদের সঠিকভাবে কাজ করতে কিছুটা সময় লাগবে।

Comments

The Daily Star  | English

Protests disrupt city life, again

Protests blocking major thoroughfares in Karwan Bazar and Shahbagh left the capital largely paralysed

1h ago