দেশের ক্রিকেট এগিয়ে নেওয়ার ‘বড় লক্ষ্য’ ফারুকের

Faruque Ahmed

বিসিবির ১৫তম সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর নিজের লক্ষ্য অনেক বড় বলে জানিয়েছেন ফারুক আহমেদ। সাবেক এই অধিনায়ক জানান ক্রিকেট এগিয়ে নিয়ে গিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চান তিনি।

বুধবার সকালে ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জরুরি বোর্ড সভায় বসে বিসিবি। সেখানে উপস্থিত না থাকলেও ই-মেইলে নাজমুল হাসান পাপন পদত্যাগ পত্র পাঠিয়েছেন বলে জানানো হয়।

এরপর ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়ে সভায় উপস্থিত পরিচালকদের রায়ে নতুন সভাপতি নির্বাচিত হন ফারুক। ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়ে পরিচালক হক ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। সোমবার ক্রীড়া পরিষদের মনোনয়নে বোর্ডে আসা জালাল ইউনুস পদত্যাগ করেন। ক্রীড়া পরিষদের মনোনয়নে আসা আরেক পরিচালক সাজ্জাদুল আলমকে অব্যাহতি দেওয়া হয়।

বিসিবি পরিচালক মাহবুব আনম সভা শেষে নতুন সভাপতির নাম জানান। পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন ফারুক। তাতে কেবল ক্রিকেট মাথায় রেখে কাজ করার কথা জানান তিনি,  'লক্ষ্য অনেক বড়। দেশের মুখ উজ্জ্বল করা, সেই সঙ্গে দলকে (জাতীয় দল) একটা জায়গায় দেখতে চাই। সেক্ষেত্রে এটা অনেক বড় ব্যাপার। অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। আপনারা জানেন যে অনেকদিন ধরে কাজ হয়েছে, হয়নি অনেক প্রশ্ন আছে। আমার প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা যদি আমরা মাথায় রাখি বাংলাদেশ ও বাংলাদেশ ক্রিকেট দল তাহলে আমাদের কাজগুলো সহজ হবে। আমরা যেন অন্য দিকে ডাইভার্ট না হই। বাংলাদেশ ক্রিকেট দল ও বাংলাদেশ দেশ হিসেবে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।'

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

32m ago