৩২৩ পৌর মেয়র অপসারণ

দেশের ৩২৩টি পৌরসভার মেয়রকে তাদের পদ থেকে অপসারন করেছে সরকার।

আজ সোমবার স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা থেকে দেওয়া প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ৪৯৫টি উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ৫৩টি জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) এবং জেলা পরিষদ চেয়ারম্যানদের স্থলে জেলা প্রশাসকরা (ডিসি) দায়িত্ব পালন করবেন।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

3h ago