অসদাচরণ-দুর্নীতির অভিযোগ 

খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে দায়িত্ব পালনে বিরত থাকার নির্দেশ

জিরুনা ত্রিপুরা। ছবি: সংগৃহীত

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে সব ধরনের দাপ্তরিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

আজ সোমবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলিমা বেগমের সই করা এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

চিঠির বিষয়ে লেখা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিষদের সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকা।

চিঠিতে বলা হয়, জেলা পরিষদের ১৪ সদস্যের সঙ্গে খারাপ আচরণ, হস্তান্তরিত দপ্তরের প্রধান ও কর্মীদের সঙ্গে অসদাচরণ,  স্বৈরাচারিতা, স্বজনপ্রীতি, শিক্ষক বদলি বাণিজ্য, ঠিকাদারদের বিলের বিলের ফাইল আটকে ঘুষ বাণিজ্য এবং চরম দুর্নীতির অভিযোগ দাখিল করা হয়।

এসব অভিযোগ বর্তমানে তদন্তাধীন এবং বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জিরুনা ত্রিপুরাকে সব ধরনের দাপ্তরিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয় চিঠিতে।

জানতে চাইলে খাগড়াছড়ি জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মাহফুজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুপুরে মন্ত্রণালয় থেকে একটি চিঠি পেয়েছি। চিঠিতে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে দায়িত্ব পালন থেকে বিরত থাকতে বলা হয়েছে।'

উল্লেখ্য, গত বছরের ৭ নভেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জিরুনা ত্রিপুরাকে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়।

Comments

The Daily Star  | English
Exporters to get Tk 108.5 for a dollar from Aug 1

Taka gains against dollar after several years

Taka gains ground as dollar influx rises, strengthening currency after years

1h ago