টাস্কফোর্সের মাধ্যমে সংস্কার রূপরেখা তৈরির আহ্বান রাষ্ট্র সংস্কার আন্দোলনের

টাস্কফোর্সের মাধ্যমে সংস্কার রূপরেখা তৈরির আহ্বান রাষ্ট্র সংস্কার আন্দোলনের
আজ শনিবার রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংস্কার সংলাপ করে রাষ্ট্র সংস্কার আন্দোলন | ছবি: সংগৃহীত

রাষ্ট্র সংস্কারের জন্য ১১টি টাস্কফোর্স গঠনের মাধ্যমে সংস্কার রূপরেখা (ফ্রেমওয়ার্ক) তৈরির আহ্বান জানিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন।

আজ শনিবার রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত সংলাপ থেকে এই প্রস্তাব জানানো হয়।

এটি ছিল রাষ্ট্র সংস্কার আন্দোলনের দ্বিতীয় সংলাপ। এর আগে গত ১২ আগস্ট প্রথম সংলাপ করে দলটি।

সংলাপে সভাপতির বক্তব্যে দলের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বলেন, 'বাংলাদেশ এই প্রথম একটি সরকার পেয়েছে, যে সরকার ছাত্রদের নেতৃত্বে জনতার অভ্যুত্থানের ওপর প্রতিষ্ঠিত এবং যে সরকারে আন্দোলনকারী নেতৃত্বের প্রত্যক্ষ অংশগ্রহণ আছে। এই অবস্থায় সব পক্ষের উচিত এই বিজয় ও ঐক্যকে সত্যিকারের জাতীয় ঐক্যে রূপান্তর করে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের কার্যকর উদ্যোগ নেওয়া।'

লিখিত বক্তব্য পাঠ করে দলটির সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন বলেন, শুধুমাত্র ফ্যাসিস্ট মাফিয়া শাসকদের সরানোর জন্য এতো মানুষ জীবন দেয়নি। তারা জীবন দিয়েছে এমন একটি ব্যবস্থা কায়েমের লক্ষ্যে যাতে রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করে আর কোনো শাসক এমন ফ্যাসিস্ট ও মাফিয়া জুলুমবাজ হয়ে উঠতে না পারে। এবারের পরিবর্তন যাতে টেকসই হয়, জনগণের অনুমোদন ছাড়া, কয়েকজন বিচারপতি বা সংসদ সদস্য যাতে এবারের পরিবর্তনকে আদালতে বা সংসদে বসে নস্যাৎ করে দিতে না পারে। মানুষের সেই আকাঙ্ক্ষাকে স্থায়ী করার লক্ষ্যে রাষ্ট্রের ক্ষমতাকাঠামোর সংস্কার করতে হবে।

সংলাপ সঞ্চালনা করেন দলটির অর্থনৈতিক সমন্বয়ক দিদারুল ভুঁইয়া। আলোচনা করেন গবেষক আলতাফ পারভেজ, কবি শহীদুল্লাহ ফরায়েজি, লেখক ও অর্থনীতিবিদ জিয়া হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুশাদ ফরীদি, ছাত্রনেতা আহমেদ ইসহাক, মাজহারুল ইসলাম, ইউল্যাবের শিক্ষার্থী আসিফ মাহামুদ, কারিকুলাম আন্দোলনের সংগঠক মুসলিম বিন হাই, সংবাদকর্মী সৈয়দ শিমুল পারভেজ, সাংবাদিক আরিফুর রহমান তুহিন, নারীনেত্রী জাকিয়া শিশির, অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিবুলসহ অনেকে।

Comments

The Daily Star  | English

Make right to vote a fundamental right

The Constitutional Reform Commission proposes voting to be recognised as a fundamental right, so that people can seek legal remedies if it is violated.

14h ago