লুট হওয়া ৫৩৪ অস্ত্র উদ্ধার: পুলিশ সদর দপ্তর

এর পাশাপাশি ১০ হাজার ২১৯ রাউন্ড গুলি, ৩৫৯ রাউন্ড টিয়ার গ্যাসের শেল এবং ১৪২টি সাউন্ড গ্রেনেডও উদ্ধার করা হয়েছে।
গত ৫ আগস্ট ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে থানায় অগ্নিসংযোগের পর সেখানকার একটি অস্ত্র হাতে যুবদলের এক নেতার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় থানাসহ পুলিশের বিভিন্ন স্থাপনা থেকে লুট হওয়া ৫৩৪টি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

এর পাশাপাশি ১০ হাজার ২১৯ রাউন্ড গুলি, ৩৫৯ রাউন্ড টিয়ার গ্যাসের শেল এবং ১৪২টি সাউন্ড গ্রেনেডও উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ অগাস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর আন্দোলনকারীদের ক্ষোভের আগুন গিয়ে পড়ে থানার ওপর। দেশের সিংহভাগ থাকায় আক্রমণ করে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।

আন্দোলনে ৪২ জন পুলিশসহ পাঁচ শতাধিক মানুষ নিহত হন।

Comments

The Daily Star  | English

Wage growth still below inflation

Unskilled workers wage grew 8.01% in September this year when inflation was 9.92%

1h ago