আন্দোলনে নিহত শিশুদের পরিবারপ্রতি ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

high court
স্টার ফাইল ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত জুলাই মাসে সহিংসতায় নিহত শিশুদের প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা করে দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রুলে আদালত সরকারের সংশ্লিষ্টদের আন্তর্জাতিক কমিশনের মাধ্যমে এসব মৃত্যুর ঘটনা তদন্তে কেন নির্দেশ দেওয়া হবে না, তার কারণ দর্শাতেও বলেছেন।

আগামী ৫ সেপ্টেম্বর রুলের শুনানির দিন ধার্য করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকারের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো.বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রুল জারি করেন।

তৈমুর আলম খন্দকার জনস্বার্থ মামলা হিসেবে আবেদনটি দাখিল করে বলেন, নিরীহ শিশুরা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে এবং তাদের বাড়ির আশেপাশে থাকার সময় গুলিবিদ্ধ হয়েছে। কিন্তু রাষ্ট্র এবং তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জীবন রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, আইনানুযায়ী ব্যতীত জীবন বা ব্যক্তিস্বাধীনতা থেকে কাউকে বঞ্চিত করা যাবে না।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহম্মেদ রানজিব।

Comments

The Daily Star  | English

Climate finance: $250b a year needed

COP29 draft deal says rich nations should pay the amount to fight climate change

5m ago