শপথ নিলেন উপদেষ্টা ফারুক-ই-আজম

আজ মঙ্গলবার বেলা ১১টায় বঙ্গভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান।
বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীরপ্রতীক। ফাইল ছবি: সংগৃহীত
বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীরপ্রতীক। ফাইল ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীরপ্রতীক।

আজ মঙ্গলবার বেলা ১১টায় বঙ্গভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান।

তিনি রোববার রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ নতুন অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ জন উপদেষ্টা ৮ আগস্ট শপথ গ্রহণ করেন।

শপথ নিচ্ছেন মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীরপ্রতীক। ছবি: ভিডিও থেকে স্ক্রিণশট
শপথ নিচ্ছেন মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীরপ্রতীক। ছবি: ভিডিও থেকে স্ক্রিণশট

সেদিন ঢাকার বাইরে থাকায় সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ  চাকমা ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের সাবেক পরিচালক বিধান রঞ্জন রায় পোদ্দার বঙ্গভবনের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।

পরবর্তীতে রোববার তারা শপথ নেন।

মুক্তিযুদ্ধের সময় বীরপ্রতিক ফারুক-ই-আজম অপারেশন জ্যাকপটে অংশ নিয়েছিলেন।

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ ও দেশ ছেড়ে যান শেখ হাসিনা। পরে সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।

বীরপ্রতিক ফারুক-ই-আজমের শপথের মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ উপদেষ্টার শপথ নেওয়ার পর্ব শেষ হলো। 

 

Comments

The Daily Star  | English

Former planning minister MA Mannan arrested in Sunamganj

Police arrested former Planning Minister MA Mannan from his home in Sunamganj's Shatiganj upazila yesterday evening

3h ago